নিজস্ব প্রতিনিধি, রাজস্থানঃ দিন শেষ রাজ রাজাদের, চারিদিকে ছরিয়ে শুধুই সুবিশাল সম্পত্তি। তারই দখল নিয়ে চরম উত্তেজনা ছড়াল রাজস্থানের উদয়পুরে। উত্তেজনার মূলকেন্দ্রে বিজেপি বিধায়কের অভিষেক। জানা যায় মেবারের রাজ পরিবারের সদস্য বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিং। চলতি মাসের শুরুতে প্রয়াত হন তাঁর বাবা মহেন্দ্র সিংহ মেবার এবং এখান থেকেই গণ্ডগোলের সুত্রপাত।
অভিযোগ দলের সদস্যদের নিয়ে গতকাল রাত্রে উদয়পুর রাজপ্রাসাদে ঢুকতে যান বিজেপি বিধায়ক। বিশ্বরাজের ‘যুবরাজ’ আসনে অভিষেক হলেও বর্তমানে রাজপ্রাসাদের দখল রয়েছে তাঁর কাকার একটি সংস্থার হাতে। রাজপ্রাসাদটি বিধায়কের কাকা ও তার সন্তানদের দখলে থাকায় তাই সর্বপ্রথম বাধা দেন তারা। প্রাসাদে বিশ্বরাজের প্রবেশ নিয়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা।
অভিযোগ সে সময়েই বিষয়কে অনুগামীরা প্রাচীর টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করে। ঘটনার জেরে দুই পক্ষের বচসা ক্রমশই হাতাহাতির চেহারা নেয়। অভিযোগ, সোমবার রাতে প্রাসাদে ঢুকতে না পেরে বাইরে থেকে পাথর ছুড়েছেন রাজপরিবারের উত্তরসূরি তথা বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিংহ মেবার ও তাঁর সমর্থকেরা। ঘটনায় আহত হয় দুই পক্ষই। পাল্টা বিধায়কের অনুগামীদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ আসে তুতো সম্পর্কে থাকা ডা: লক্ষ্য রাজের অনুগামীদের বিরুদ্ধে। যার ফলে জখম হন একাধিক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, সোমবারই মেবারের ৭৭তম মহারানা হিসাবে অভিষিক্ত হয়েছেন বিশ্বরাজ। এরপর পারিবারিক দেবতা ধুনি মাতা ও একলিঙ্গ শিবের মন্দিরে পুজো দিতে রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিলেন তিনি। তখনই তাঁর খুড়তুতো ভাই লক্ষ্যরাজ সিংহ মেবার সাফ জানিয়ে দেন, প্রাসাদে প্রবেশাধিকার নেই বিশ্বরাজের। এদিন প্রায় পাঁচ ঘণ্টা প্রাসাদের বাইরে অপেক্ষার পরেও শেষমেশ ভিতরে ঢুকতে পারেননি রাজপুত্র।