নিজস্ব প্রতিনিধি, হুগলি: কোন্নগর বাটাঘাট সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্কে বিধ্বংসী আগুন। মঙ্গলবার দুপুরে হঠাৎই ওই বেসরকারি ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। ব্যাঙ্কের একতলায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ভয়ে ব্যাঙ্কের কর্মীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে পড়েন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরা ল্যাডার লাগিয়ে একতলা ঘরের জানালার কাঁচ ভেঙে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। জলের ঘাটতি যাতে না ঘটে তার জন্য গঙ্গা থেকে জল তুলেও আগুন নেভানোর কাজ করছে দমকল বাহিনী। প্রাথমিকভাবে খবর সার্ভার রুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পাশেই রয়েছে বেশ কিছু আবাসন আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। পরে ঘটনাস্থলে আসে দমকলের আরও একটি ইঞ্জিন। এই মুহূর্তে দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে ব্যাঙ্কের ভেতরে লকার রুমে টাকা পয়সা পুড়ে গিয়েছে নাকি তাও কোন রকম ভাবে জানাতে নারাজ ব্যাঙ্ক কর্মীরা। ব্যাঙ্কে আসা এক গ্রাহক তন্ময় কর জানান, ব্যাঙ্কে এসে দেখলাম চারিদিকে থেকে ধোঁয়া বেরোচ্ছে। চিকিৎসার জন্য টাকা তুলতে এসছিলাম, কিন্তু ব্যাঙ্কের ভেতরে দেখলাম প্রচুর ধোঁয়া। ব্যাঙ্ক কর্মীরা কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছেন না। বলছেন ব্যাঙ্কের সার্ভারে আগুন লেগেছে।
দমকল অফিসার প্রসেনজিৎ পোদ্দার জানান, ‘উত্তর দিকের জানলার কাঁচ ভেঙে ল্যাডার লাগিয়ে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। ব্যাঙ্কের সার্ভার রুমে ইলেকট্রিক ফায়ার হয়, অনুমান তা থেকেই আগুন লাগতে পারে। তবে আগুন এখন কন্ট্রোলে আছে। দু’টো ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। যেহেতু ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে, তাই তার পুড়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। তবে ভেতরে আগুন নেই।’