বাড়েনি অগ্নিকাণ্ডের সংখ্যাঃ সুজিত

কলকাতা জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ যত দিন যাচ্ছে ততই অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে শহর কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য়ের বিভিন্ন প্রান্তে। তারপরেও মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তোর পর্বে দমকল তথা অগ্নিনির্বাপক মন্ত্রী সুজিত বসু জানান রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনা একেবারেই বাড়েনি। চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ১৫৯২ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা দফতরের কর্মীরা সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। শেষ পাঁচবছরে ১৮টি ফায়ার স্টেশন তৈরি হয়েছে যার মধ্য়ে সম্পূর্ণরূপে চালু হয়েছে সাতটি। পাশাপাশি তিনি আরও জানান, ২০২৩ সালে ২৪০০ টি জায়গায় তাঁর দফতর অডিট করেছিল যা ২০২৪ সালে ২৯০০ টি জায়গায় এরই মধ্যে হয়ে গিয়েছে অডিট করার কাজ। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার আগে রাজ্য়ে ১০৯ টি ফায়ার স্টেশন ছিল। বর্তমানে আরও ৫৫টি বাড়ানো হয়েছে। চারটে রোবট কেনা হয়েছে, ৭৫টি লরি কেনা হয়েছে। সঙ্গে আরও ড্রোণ কেনা হচ্ছে। প্রতিদিন পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে এই দফতর এগিয়ে চলেছে প্রযুক্তির কাঁধে ভর দিয়ে।

অন্যদিকে, গাজোল ও কালিয়াচকে নতুন ফায়ার স্টেশন করার জন্য় জেলাশাসককে জমি দেখতে নির্দেশ দেওয়া হয়েছে জমি পেলেই ওখানে নতুন ফায়ার স্টেশন করার কাজ শুরু হয়ে যাবে। এদিন বিধানসভায় মন্ত্রী সুজিত বসু জানান, যাদের পাঁচ হাজার স্কোয়ার ফিটের মধ্যে দোকান বা ব্যবসা করতে চান তাঁরা অনলাইনে আবেদন করলেই অনুমতি পেয়ে যাবেন। অযথা দফতরে আসতে হবে না।