জিতলে ইভিএম কারচুপি হয় না, হেরে গেলেই হয়! মামলা খারিজ আদালতের

আইন দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দেশের নির্বাচনে ইভিএমের বদলে ব্যালট পেপারের ব্যবহারের দাবি খারিজ করল সুপ্রীম কোর্ট। মঙ্গলবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দেশের নির্বাচনে ইভিএম নয় পেপার ব্যালটের মাধ্যমে নির্বাচন করার আবেদন জানান হয়। জনস্বার্থ মামলাকারীদের অভিযোগ ছিল যে ইভিএম টেম্পারিং করা হচ্ছে। তাই দেশের ভোট পেপার ব্যালটের মাধ্যমেই করার নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। আদালত ইভিএম টেম্পারিংয়ের আবেদনকারীর দাবি প্রত্যাখ্যান করা হল।

এই মামলার প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, যখন কোনও নেতা নির্বাচনে হেরে যায়, তখন অসঙ্গতি তুলে ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরাই। তাই আবেদন খারিজ করে আদালতের মন্তব্য নির্বাচনে জিতলে ইভিএম কারচুপি হয় না! যখন নির্বাচনে হেরে যান, তখন ইভিএম কারচুপির অভিযোগ করা হয়।

আদালতের মন্তব্য, চন্দ্রবাবু নাইডু যখন হেরে গেলেন, তিনি বলেছিলেন ইভিএম টেম্পার করা যেতে পারে। এখন এবার জগন মহান রেড্ডি হেরেছেন। তিনিও বলছেন ইভিএম টেম্পার হতে পারে। বেঞ্চের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি বিপি রায় যে হারলে আবেদনকারী ডক্টর কাউলের যুক্তিতে কোনও যোগ্যতা খুঁজে পাননি। বিচারপতি বিক্রম নাথ মামলাকারীর উদ্দেশে মন্তব্য করেন, রাজনীতিক দলগুলির এই ব্যবস্থা নিয়ে কোনও সমস্যা নেই। আপনার রয়েছে বলে জানান সুপ্রীম কোর্টের বিচারপতি বিক্রম নাথ।