নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলেন তিনি। এর সঙ্গে তিনি আরও নির্দেশ দিয়েছেন, অভিযুক্ত কোনও তথ্যপ্রমাণ লোপাট করতে পারবেন না। মোবাইল নম্বরও পরিবর্তন করা যাবে না। পাসপোর্ট জমা রাখতে হবে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসেবে গ্রেফতার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষ ঘনিষ্ঠ শান্তনু হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। শুক্রবার শান্তনুকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছিল। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ২৩ সালের মে মাসে গ্রেফতার করা হয় তাঁকে। শান্তনুর কাছে নিয়োগ দুর্নীতির টাকা যেত বলেই খবর। তাঁর হুগলির বলাগড়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অ্যাডমিট কার্ডও। এদিন জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় বেশ কিছু অসঙ্গতি পান তদন্তকারীরা। এরপরই গ্রেফতারের সিদ্ধান্ত নেয়। আয় ও ব্যয়ের হিসাবের অসঙ্গতি রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
ইডি সূত্রে খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল ঘনিষ্ঠ বলেই তদন্তে উঠে এসেছে। এদিন শান্তনুর আয়-ব্যয়ের হিসাবের নথি নিয়ে দেখা করতে বলেছিল ইডি। সঙ্গে কুন্তলের সঙ্গে কার কার টাকার লেনদেন হয়েছে, অভিনয় জগতেও কুন্তলের পরিচিতি কতটা, সেসব জানতে চেয়ে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর।
প্রায় এক বছরের বেশি সময় জেলে ছিলেন শান্তনু। কিন্তু এখনও তদন্তের কাজ কিছুই এগোয়নি। তাই নিয়ে নিম্ন আদালতে মামলা চলছে। সেই সব প্রেক্ষাপট বিচার করে তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।