নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ট্রেনের প্রতিবন্ধী কোচে বালির তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনের ঘটনায় এবার গুজরাট রওনা হলেন হাওড়া জিআরপি’র একটি তদন্তকারী দল। জিআরপি’র পাশাপাশি সিআইডি তদন্তভার নেয় এই মামলায়। ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার হন রাহুল ওরফে ভোলু। গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করে। রাহুল ওরফে ভোলু মূলত সিরিয়াল কিলার। ধৃতের বিরুদ্ধে আরেকটি খুনের মামলা রয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সৌমিত্র বাবুর ফোন, টাকাপয়সা এবং তবলার সরঞ্জাম। ইতিমধ্যেই এই ঘটনায় সিআইডি ও হাওড়া জিআরপির একটি টিম গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখান থেকেই অভিযুক্ত রাহুল ওরফে ভোলুকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়।
গুজরাটের ধৃত সিরিয়াল কিলারের কাজ থেকে এরইমধ্যে উদ্ধার হয়েছে মৃত তৎলা বাদক সৌমিত্রের ফোন। এছাড়াও ধৃতের কাছে পাওয়া যায়, টাকাপয়সা এবং তবলার সরঞ্জাম। ইতোমধ্যেই ঘটনায় তদন্তের স্বার্থে সিআইডি ও হাওড়া জিআরপির একটি টিম গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখান থেকেই অভিযুক্ত রাহুল ওরফে ভোলুকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায় বলে সূত্রের খবর।
বর্তমানে গুজরাট পুলিশের হেফাজতে রয়েছে এই রাহুল ওরফে ভোলু। তাকে রাজ্যে নিয়ে আসার জন্য প্রস্তুতি চলছে৷ তবে এই খুনের নেপথ্যে আসল কারণ সম্পর্কে এখনও স্পষ্ট নয়? সেই সম্পর্কে এখনও পরিষ্কার ছবিও আসেনি। সূত্র খুঁজে মেলানোর চেষ্টা করছেন তদন্তকারীরা।