নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাড় কাঁপানো ঠান্ডা সপ্তাহান্তে। ফের থাকছে বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিল হাওয়া অফিস।গত এক সপ্তাহ ধরে হাড় কাঁপানো ঠান্ডা অনুভব হচ্ছে বঙ্গে, এবার আরও কমবে তাপমাত্রার পারদ। আর চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কোন জায়গায় থাকছে কেমন আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হওয়া অফিসের বার্তা।
রাজ্যের সব জেলাতেই ঠান্ডার আমেজ রয়েছে গত কয়েকদিন ধরেই। তাপমাত্রা কমবেশি সব জেলাতেই ১৭°থেকে ১৮° সেন্ট্রিগ্রেড। আর এর মাঝেই চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার শক্তি বেড়েছে এরইমধ্যে। শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে নিম্নচাপ। তার নামকরণ করা হয়েছে ফেনজল। যদিও তার প্রভাব বাংলায় কতটা পড়বে তা স্পষ্ট নয়। তবে আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাতে। বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার থেকে রবিবারের মধ্যে জানিয়েছে হওয়া অফিস। তাছাড়া এই জেলাগুলিতে বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকতে পারে আগামী কয়েকদিন ধরে।