নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ আজ বুধবার প্রয়াগ চিটফান্ড মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন সংস্থার কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে অভীক বাগচী। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এর আগেও তাঁদের দু’জনকে গ্রেফতার করা হয়, কিন্তু পরে জামিনের দ্বারা মুক্তি পান উভয়েই।
মঙ্গলবারই দিল্লি সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেহালা, নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের ডিরেক্টরদের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা। আর সেই তল্লাশি অভিযানের পরই চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরকে। আর্থিক লাভবান হওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাজারে কোটি কোটি টাকা তোলা এবং সেই টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে এই দু’জনের বিরুদ্ধে। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে।
সূত্রের খবর, আমানতকারীদের সঙ্গে কোটি টাকার প্রতারণার অভিযোগেই এদিন গ্রেফতার করা হয় তাঁদের। টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১৯০০ কোটি টাকা তুলতো প্রয়াগ গ্রুপ। বিভিন্ন বেআইনি স্কিমের নামেই দেওয়া হতো টোপ। এখন সেই টাকা আদৌ এই দুই কর্ণধারের কাছে আছে? নাকি পুরোটাই সরানো হয়েছে? অভিযোগের ভিত্তিতেই চলছে তদন্ত।