পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের দ্রুত শুনানির আর্জি আইনজীবীর

অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের চার আধিকারিকের জামিন সংক্রান্ত মামলায়

আদালতের দৃষ্টি আকর্ষণ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। আজ বুধবার কলকাতা হাই কোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত শুনানির আবেদন জানান।

তাঁর আবেদন শুনে সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে কথা বলে কবে সব পক্ষের সুবিধা হবে তা জানানোর পরামর্শ দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। তবে চলতি সপ্তাহেই পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ বাকিদের জামিন মামলার শুনানির সম্ভবনা রয়েছে বলে আদালত সূত্রে খবর।

প্রসঙ্গত, ২০ নভেম্বর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করার ক্ষেত্রে দ্বিমত পোষণ করার পরেই বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নতুন বেঞ্চ এই মামলার শুনানির জন্য ঠিক করে দেন হাই কোর্টের প্রধান বিচারপতি। এবার সেই বেঞ্চেই দৃষ্টি আকর্ষণ করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানালেন।

অপরদিকে, আজ বুধবার সুপ্রীম কোর্টে ইডি’র মামলায় সাজার হার অত্যন্ত কম। কতদিন বন্দি বিচারাধীন থাকবে? এই প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। শিক্ষক দুর্নীতি কাণ্ডের অভিযোগে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডি’র ভূমিকায় এরপরেই উষ্মা প্রকাশ করেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ।

ইডি’র মামলায় অভিযুক্তের সাজার হার অত্যন্ত কম হওয়ায় কথা উল্লেখ করে বেঞ্চ এদিন এই মামলা সংক্রান্ত আরও বিস্তৃত তথ্য পেশ করতে বলে সোমবার পর্যন্ত মামলার শুনানি মুলতবি করেছে। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হওয়ার পর প্রায় আড়াই বছর অভিযুক্ত হয়ে জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বয়স বর্তমানে ৭৩ বছর। এই মামলার অবিলম্বে শুনানি শেষ হওয়ার সম্ভাবনাও নেই বেল শঙ্কা পোষণ করেন আইনজীবী। তিনি বলেন, ‘সর্বোচ্চ যত দিনের সাজা (সাত বছর) হতে পারে তার তিন ভাগের একভাগ সময় এরই মধ্যে তিনি জেলে কাটিয়ে ফেলেছেন।

অন্যদিকে, এই মামলায় সাক্ষীর সংখ্যা ১৮৩জন। যাঁর বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার হয়, সেই অর্পিতা চট্টোপাধ্যায় সহ এই মামলায় বেশ কয়েকজন অভিযুক্ত জামিন পেয়ে গেছেন। অথচ তাঁর হেফাজত থেকে কিছুই উদ্ধার হয়নি, কিন্তু তিনি জামিন পাচ্ছেন না বলে সুপ্রীম কোর্টকে জানান পার্থর আইনজীবী।