রেড রোডে ভয়ংকর দুর্ঘটনা

কলকাতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ভয়ংকর দুর্ঘটনার রেড রোডে, দুমড়ে মুচড়ে গেল গাড়ি। দুর্ঘটনায় আহত চালকসহ আরো তিনজন। আজ বুধবার ব্যস্ত দুপুরে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার এ ধাক্কা খায় প্রাইভেট গাড়ি। যার ফলে পাশেই থাকা বাতিস্তম্ভে সজরে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক। গাড়িতে চালক ছাড়াও দুই মহিলা যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি ট্রাফিক ও পুলিশকর্তারা। স্থানীয় সূত্রে খবর তীব্র গতি ছিল গাড়িটির সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে গাড়ির এয়ার ব্যাগ বেরিয়ে আসে, সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এমনটাই জানান প্রত্যক্ষদর্শীরা। তৎক্ষণাৎ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে গাড়িটিকে আটক করে ময়দান থানার পুলিশ।