নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় মৃত তৃণমূল নেতা অশোক সাউয়ের মৃত্যুর তদন্তে এনআইয়ের দাবিতে আদালতের দ্বারস্থ হল পরিবার। উল্লেখ্য, নৈহাটি বিধানসভা উপনির্বাচনের দিন বোমাবাজিতে ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের নিহত হওয়ার ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানাল পরিবার। আজ বুধবার ভাটপাড়া থানার পুলিশের তদন্তে আস্থা না রাখতে পেরে কলকাতা হাই কোর্টে এনআইএ তদন্তের আবেদন করেন নিহত অশোক সাউয়ের ভাই। যদিও এখনই এনআইএ তদন্তের সবুজ সংকেত দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপাতত পুলিশের কাছে কেস ডাইরি তলব করেছেন বিচারপতি।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভার উপনির্বাচনের দিন জগদ্দল থানা এলাকার ভাটপাড়ায় একটি চায়ের দোকানে হঠাৎই দুষ্কৃতী হামলা হয়। সেখানে তৃণমূল নেতা অশোক সাউকে লক্ষ্য করে বোমা, গুলি চালায় দুষ্কৃতীরা। যার জেরেই মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল অশোক সাউয়ের পরিবার।
কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, যেহেতু পুলিশের হাতে মামলা রয়েছে এবং কিছুদিন মাত্র গিয়েছে সেই কারণে এখন কেস ডায়েরির তলব করে আদালত বিষয়টি বোঝার প্রয়োজন রয়েছে। সেই জন্যই কেস ডায়েরির তলব করেন তিনি।। এর পাশাপাশি এই ঘটনার বিবরণ জানিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল আদালত।