ওদেরও রয়েছে বাঁচার অধিকার, পথকুকুরদের জন্য সরকারি নিয়মাবলি

আইন কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তায় পথপুকুরদের হোটেল! পথ কুকুররা কি খাবে? কোথায় খাবে? কে খাওয়াবেন? তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত কিভাবে করতে হবে? তা নিয়ে এবার সরকারি নিয়মাবলি প্রকাশ। পথকুকুরদেরও সুস্থভাবে বেঁচে থাকার আধিকার আছে। সরকার পক্ষের এই বক্তব্যে সায় হাই কোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে নিয়মাবলি প্রকাশ রাজ্য পুর দফতরের। আজ ভুধবার এই সংক্রান্ত সরকারি রিপোর্ট জমা দেওয়া হয় হাই কোর্টে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, সমাজের প্রচলিত নিয়মের পরিবর্তন বাঞ্ছনীয় নয়। এজন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকা উচিত। বিচারপতির নির্দেশ — পুর দফতরের বিশেষ সচিবের পাঠানো নিয়মাবলি স্থানীয় বাসিন্দাদের জানাবে সব পুরসভা কর্তৃপক্ষ। শাস্তির বিধানও জানাতে হবে বাসিন্দাদের। আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানি।

কি থাকছে সরকারি নিয়মাবলিতে

রাস্তায় ঠিক কোন নির্দিষ্ট জায়গায় কুকুরদের খেতে দিতে হবে

নির্দিষ্ট কোন ব্যক্তি কুকুরদের খেতে দেবেন

ঠিক কি ধরনের খাবার কুকুরদের দিতে হবে। কোন খাবার দেওয়া যাবে না। যেমন চকলেট, বিস্কুট বা মিষ্টি ভাজা জাতীয় খাবার দেওয়া যাবে। কিন্তু পেঁয়াজ রসুনের খাবার নয়। ভাত অথবা সিদ্ধ খাবার দেওয়া যাবে।

কুকুরদের খাওয়া শেষ হলে তাদের খাওয়ার জায়গা সম্পূর্ণ পরিস্কার করে দিতে হবে। যিনি খেতে দেবেন এটি তাঁর দায়িত্ব।

বুধবার এই মামলার সরকারি আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, ‘পথকুকুরদের বেঁচে থাকার আধিকার আছে এটা মাথায় রেখেই রাজ্য পুর দফতরের বিশেষ সচিব এই নিয়মাবলি প্রকাশ করেছেন যা সব পুরসভাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ করা যায়, জয়নগরে পথ কুকুরদের খাওয়ানোকে ঘিরে বিবাদে ফৌজদারি মামলায় জড়ায় দুই পড়শি। সেই মামলার সামাজিক সমস্যার বিষয়টি নজরে আসে হাই কোর্টের। সমস্যা কাটাতে এবং নির্দিষ্ট ব্যবস্থাপনা তৈরি করে ২৭ নভেম্বরের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চায় হাই কোর্ট। তারই ভিত্তিতে আজ আদালতে এই তথ্য সরকারের তরফে পেশ করা হয়।