জার্মান পর্যটকের অস্বাভাবিক মৃত্যু

আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এক জার্মান পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হল। আজ তাঁর বেনারস যাবার কথা ছিল বেশ কয়েকজন জার্মান পর্যটকের সঙ্গে। হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশ্যাল ক্রুজে করে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়েই অঘটন ঘটে গেল। গতকাল মঙ্গলবার তাঁরা ক্রুজে চলে আসেন। এদের মধ্যে রিচার্ড কার্ল ম্যাক্স নামে এক ৯১ বছরের পর্যটককে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় মৃত অবস্থায়। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত ছিলেন চিকিৎসকরা এমনটাই জানাচ্ছেন।

ঘটনার খবর পেয়ে পৌঁছয় বি-গার্ডেন থানার পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখার জন্য এরইমধ্যে তদন্তে নেমেছেন তারা। কয়েকজন পর্যটকের দল গত ২০ তারিখ কলকাতায় আসেন। এই মৃত পর্যটক তাঁদের সঙ্গেই এসেছিলেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।