বাংলাদেশ  অন্য একটি রাষ্ট্র, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে একমত: মমতা

আন্তর্জাতিক কলকাতা দেশ রাজনীতি

মৃণালকান্তি সরকার, কলকাতা: ‘বাংলাদেশ অন্য একটি রাষ্ট্র। সব ধর্মের মানুষ যেন ভালো থাকুক। আমরা এই ব্যাপারে মন্তব্য করতে পারি না। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে একমত। আমরা সেই সিদ্ধান্তকেই মেনে নেব।’ আজ বৃহস্পতিবার এই ভাষাতেই রাজ্য বিধানসভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি এদিন আরও বলেন, ‘কলকাতায় ইসকনের যিনি প্রধান আছেন তাঁর সঙ্গে গতকাল আমি নিজে ফোনে দু’বার কথা বলেছি। সেই নিয়ে আমরা কোন মন্তব্য করতে পারি না। তবে এই ঘটনাকে আমরা তীব্র বিরোধিতা করছি। যদি কোন ধর্মের প্রতি অত্যাচার হয় আমরা তাকে কনডেম করি। অন্য দেশের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রতিবাদ করছি।’

বিধানসভার এদিন প্রশ্ন-উত্তর পর্ব চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,

‘আমি মনে করি আমাদের আশেপাশের দেশ সবাই ভালো থাকুক। যে ধর্মের ওপরেই অত্যাচার হোক না কেন, আমরা কখনও এটা মেনে নিতে পারি না। সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমি রিলেটেড বলে বলছি। এখানে যে ইসকনের প্রধান আছেন তাঁর সঙ্গে দু’বার কথা বলেছি। কিন্তু বাংলাদেশ আলাদা রাষ্ট্র। এখানে ভারত সরকার সিদ্ধান্ত নেবে। কারণ এটা আমাদের এক্তিয়ার নয়। এটা ভারত সরকারের বিদেশ মন্ত্রক দেখবে, যদি তারা মনে করে। আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারি না। যদিও আমরা মনে মনে দুঃখিত। আমি কতগুলো সিস্টেম মানি। আমার দলের ও সরকারের পলিসি হল, অন্য দেশের ব্যাপার হলে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গেই একমত। এখানে কোন ভিন্ন  মত গ্রহণযোগ্য  নয়। কিন্তু যেকোনও ধরনের অত্যাচারের আমরা নিন্দা করি।’