বহুতলে আগুন, পুড়ে ছাই সব নথিপত্র

কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার বোটানিকাল গার্ডেন থানার অন্তর্গত নস্করপাড়া এলাকায় একটি বহুতলে আজ বৃহস্পতিবার দুপুরে আচমকাই আগুন ধরে যায়। ওই বহুতলের একটি ঘর থেকে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয়, স্থাণীয় থানা ও দমকলে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীরা ল্যাডার লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, ওই ঘরটিতে একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফেরা থাকতেন। কোন ধূপ বাতি থেকেই আগুন লেগেছে বলে অনুমান। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তব একারোর কোনও ক্ষয়ক্ষতি না হলেও ঘরের মধ্যে থাকা সব জিনিস পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে সেই সময় হাসপাতালের নার্সিং কর্মীরা হাসপাতালের কাজে ছিলেন। কিন্তু তাঁদের ঘরে থাকা সমস্ত নথিপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।