নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যে চিকিৎসকদের আন্দোলন, কর্ম বিরতি চলাকালীন স্বাস্থ্য সাথী কার্ডের অপব্যবহার হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ স্বাস্থ্য সাথীর বরাদ্দ অপব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়ে বলেন, অপ্রিয় সত্য হলেও এধরণের ঘটনা ঘটেছে।
ওই সময় স্বাস্থ্য সাথী খাতে সরকারের বাড়তি খরচ হয়েছে। তবে জনগণের টাকার এই অপব্যবহার সরকার বরদাস্ত করবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, ‘ওই সময় স্বাস্থ্য সাথী কার্ডের অপব্যবহার নিয়ে যথাযথভাবে তদন্ত করা হচ্ছে। সমস্ত অভিযোগ ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
অন্যদিকে, রাজ্যের সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারির পেছনে জামতারা গ্যাংয়ের হাত আছে বলে মুখমন্ত্রী জানিয়েছেন। এ বিষয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই কাণ্ডের সঙ্গে যুক্ত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। নেপথ্যে থাকা অপরাধীদেরও খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।
অন্যদিকে, ভবিষ্যতে এধরণের দুর্নীতির পুনরাবৃত্তি আটকাতে সরকার একটি স্থায়ী ব্যবস্থাপনা তৈরি করছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রতারণা আটকাতে নতুন অ্যাপ আনা হচ্ছে। যেকোনও সরকারি প্রকল্পের টাকা যাদের কাছে যাবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।