শাহরুখ-সলমান নয়! সম্পত্তির খাতায় বাদশা বিবেক

বিনোদন

নিউজ পোল ব্যুরো: একজনের নামই বলিউডের বাদশা, আরেকজন আবার জনপ্রিয়তার দাপটে কোনভাবেই বাদশার থেকে কম নন কিছুতেই। কিন্তু তাঁরা কেউ নন, বাদশার ন্যায় আকাশছোঁয়া সম্পত্তি রয়েছে বলিউডের অন্য আরেক তারকার। শারুখ-সালমান নন, জানেন কে তিনি? রইল তাঁর পরিচয়

আকাশ ছোঁয়া সম্পত্তি রয়েছে বলিউডের যে তারকা তাঁর পরিচয় হয়তো আপনারা জানেন অনেকেই, তিনি আর কেউ নন বিবেক ওবেরয়। তাঁর বিশাল অঙ্কের টাকার পেছনে লুকনো গল্প জানলে অবাক হবেন আপনিও। বিবেক ওবেরয় বলিউডের অন্যতম একজন খ্যাতনামা অভিনেতা। একসময় রমরমে চলেছে তাঁর বেশ কয়েকটি চলচ্চিত্র, কিন্তু এখন সেসব অতীত। এরপর দীর্ঘ কয়েক বছর অভিনয়ের জন্য খবরের শিরোনামে আর আসেননি তিনি। একটা সময় বলিউডের বিখ্যাত অভিনেত্রী রাই সুন্দরীর সঙ্গে নাম জড়ানোই প্রায়শই বিনোদনের টাইমলাইনে থাকতেন তিনি। বর্তমানে আর অভিনয় কিংবা সম্পর্কের জন্য নয়, ইদানিং শীর্ষ সম্পত্তির জন্যই নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁকে ঘিরে। সম্পত্তির বহরের কারণে চর্চায় এসেছেন বিবেক ওবেরয়।

সূত্রের খবর, অভিনেতা বর্তমানে প্রায় ১২০০ কোটি টাকার মালিক। তবে এক্ষেত্রে বলা ভালো অভিনয়ের বাইরেও তিনি একজন সফল ব্যবসায়ী। ফলত তিনি এত টাকা শুধু অভিনয় করে উপার্জন করেননি। এমনকি বিবেকের ঝুলিতে খুব বেশি সিনেমাও নেই। অনুমান অভিনয় করে সব মিলিয়ে তিন থেকে চার কোটি টাকা কমিয়েছেন তিনি। বেশিরভাগ টাকার মূল উৎসই ব্যবসা। ধনসম্পত্তির অধিকাংশই ব্যবসা থেকেই উপার্জন।

তথ্য অনুযায়ী, মুম্বইয়ের জুহুতে বিবেকের রয়েছে একটি বিলাসবহুল বাংলো, যার মূল্য ১৪.২৫ কোটি টাকা। আধুনিক ধাঁচের এই বাড়ি ইন্টেরিয়ার ডিজাইনে নির্মিত। এখানে রয়েছে একটি গ্যারেজও। গ্যারেজ ভর্তি রয়েছে একাধিক আলিশান গাড়ি। ৩.১১ কোটির ল্যাম্বরগিনি গ্যালার্ডো, ৪.৫ কোটির একটি ক্রাইসলার ৩০০সি লিমুজিন। তা ছাড়াও রয়েছে দু’টি মার্সিডিজ, যে গুলির দাম প্রায় কয়েক লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ১২০০ কোটি টাকা।

সম্প্রতি, একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন তিনি। রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ এসেছে তাঁর ঘরে। সেই ভিডিও ভক্তদের সঙ্গে নিজেই শেয়ার করেছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা বাবা-মায়ের হাতে তুলে দিচ্ছেন এই গাড়ির চাবি। পাশাপাশি দেখা যায়, এই গাড়িতে করে স্ত্রী, বাবা-মাকে নিয়ে ভ্রমণ করাতে নিয়ে যাচ্ছেন তিনি। এই গাড়ির দাম ১২ কোটি ২৫ লক্ষ টাকা।