নিউজ পোল ব্যুরো: আমিষ খাওয়ায় আপত্তি তাই খুন! সম্প্রতি এমনই এক অদ্ভুত খুনের ঘটনা সামনে এলো মুম্বইয়ে। মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলা পাইলটের দেহ! ফ্ল্যাট থেকে সৃষ্টি তুলি নামের বছর পঁচিশের এয়ার ইন্ডিয়ার পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায় পুলিশ গলায় ডেটা কেবল জড়িয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে। শুনলে অবাক হবেন ডাটা কেবলটি ওই দিন সকালেই কিনেছিলেন এই যুবতী। আর সেই ডাটা কেবলটি গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে অভিযোগ মৃতার পরিবারের।
যুবতীর আসল বাড়ি উত্তর উত্তরপ্রদেশে কর্মসূত্রে তিনি থাকতেন মুম্বইয়ে। দুই বছর আগে দিল্লিতে কমার্শিয়াল পাইলটের কোর্স করতে গিয়েছিলেন যুবতী। এরপরেই অভিযুক্ত আদিত্য পণ্ডিতের সঙ্গে আলাপ ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। যুবতীর মৃত্যুর খবর পাওয়ার পরেই পরিবারের তরফে প্রেমিক আদিত্য পণ্ডিত (২৭)-র বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার ভিত্তিতেই মঙ্গলবার যুবককে গ্রেফতার করে পুলিশ।
খুনের পর মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহের তীর প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ এর আগেও যুবতীকে মানসিকভাবে হেনস্তা করত ওই যুবক, যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৃতার। উল্লেখ্য, যুবকের চাপেই আমিষ খাবার পর্যন্ত ছাড়তে হয়েছিল যুবতীকে। এমনই অভিযোগ করেন পরিবারের লোকজন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে যুবতীর প্রেমিককে।
মৃতার কাকার অভিযোগ, প্রায় দিনই খোলা রাস্তায় সকলের সামনে সৃষ্টিকে হেনস্থা, অপমান করত ওই যুবক। তাঁর পোশাক থেকে খাবারের অভ্যাস-সবই বদলে ফেলার জন্য ক্রমাগত চাপ দিত যুবক।