উত্তরে বৃষ্টি, দক্ষিণে শীতল বাতাস

Uncategorized

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার একথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন জায়গায় থাকছে কেমন আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হওয়া অফিসের বার্তা।

রাজ্যের সব জেলাতেই ঠান্ডার আমেজ রয়েছে গত কয়েকদিন ধরেই। আজ বৃহস্পতিবার তাপমাত্রা কমবেশি সব জেলাতেই ১৭°থেকে ১৮° সেন্ট্রিগ্রেড। আর এর মাঝেই চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাতে। বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার থেকে রবিবারের মধ্যে, আগেই জানিয়েছিল আলিপুর হওয়া অফিস। তবে এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

গাঙ্গেয় এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে শীতের পথে কিছুটা বিঘ্ন। অবাধে ঠান্ডা বাতাসের প্রবেশ পশ্চিমের জেলায়। সপ্তাহের শেষে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানালো হওয়া অফিস। সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের ৯ থেকে ১০ তারিখের আগে নতুন করে কোনও পারদ পতনের সম্ভবনা প্রায় নেই। আগামী ৭২ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। নভেম্বরের ৩০ তারিখ রাতের তাপমাত্রা বেড়ে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। কাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতার থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। রাতের তাপমাত্রা ১৭.২ থেকে বেড়ে ১৮.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ থেকে বেড়ে ২৭.১ ডিগ্রি।