জামিন আটকাতেই তলব- এতদিন কী করছিলেন? বিচারপতির তোপের মুখে সিবিআই

অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় সিবিআইকে তোপ কলকাতা হাই কোর্টের। এই মামলায় অন্যরা জামিন পেয়ে যাচ্ছেন, সেই কারণেই কী সুজয়কে নতুন করে জিজ্ঞাসাবাদের কথা মনে পড়ল তদন্তকারী সংস্থার? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর।

প্রসঙ্গত, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাজ মোটেই পছন্দ হয়নি বিচারপতির। তার জন্যই তাঁকে তোপের মুখে পড়তে হল।

 এদিন এই মামলার শুনানিতে ক্ষুব্ধ বিচারপতি সিবিআইকে প্রশ্ন করে জানতে চান, ‘এত দিন মনে হল না জিজ্ঞাসাবাদের কথা? হঠাৎ জামিন পেতে পারে ভেবে সিবিআই ডেকে পাঠাল অভিযুক্তকে!’

এত দিন পর তাঁকে সশরীরে সিবিআইয়ের স্পেশাল আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উচ্চ আদালতে যান সুজয়কৃষ্ণ।

এর পরেই সিবিআইয়ের সমালোচনা করে বিচারপতির প্রশ্ন, দেড় বছর অভিযুক্ত ইডি কেসে আটক। এখন হাই কোর্ট থেকে সেই মামলায় জামিন পেতে পারেন দেখেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়লেন? এত দিন কী করছিল সিবিআই? প্রশ্ন ছুড়ে জবাবদিহি চান বিচারপতি জয়মাল্য বাগচী। আগামী কাল এই মামলার পরবর্তী শুনানি।