নিম্নচাপের প্রভাবে কমছে শীত, জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের প্রভাবে আটকা পড়েছে শীতল বায়ু, কমছে শীতের অনুভূতি। অন্যান্য দিনের তুলনায় কলকাতায় আজ শুক্রবার এক ধাক্কায় তাপমাত্রা বাড়ে প্রায় তিন ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রাত পেরোতেই এক ধাক্কায় চড়েছে পারদ। আগামী কয়েক দিনেও তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে আরও খানিকটা। শনিবার থেকে দক্ষিণের তিনটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সরাসরি কোন প্রভাব পড়বে না বাংলায়, জানিয়েছে হাওয়া অফিস। পরোক্ষভাবে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধ পেয়েছে। আগামী দু’দিন অর্থাৎ শনি ও রবিবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। এর পাশাপাশি রাতের তাপমাত্রা আগামী দু’ দিনের মধ্যে আরও খানিকটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।