নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতের নির্দেশ অমান্য করে কাজ করায় বিচারপতির ক্রোধের মুখে পড়লেন সিবিআই আধিকারিক। আইন মেনে কাজ না করায় অবিলম্বে তাঁকে তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর। প্রসঙ্গত, হাজিরার সমন ইস্যু করার পর কেন তদন্তকারী সংস্থা সিবিআই শোন অ্যারেস্টের আবেদন করেছে? আইনের বিধান না মেনে তদন্তকারী আধিকারিকের কাজে অসন্তুষ্ট হলেন বিচারপতি। তাই অবিলম্বে তদন্তকারী আধিকারিককে তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী।
সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আবেদন মামলায় সিবিআই তদন্তকারী আধিকারিককে এভাবেই ভর্ৎসনা করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। কেন এ ধরনের আবেদন করা হয়েছে তা নিয়ে হলফনামা জমা দিতে হবে তদন্তকারী আধিকারিককে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। যদিও এদিন সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিন বা অন্তর্বর্তী জামিনের আবেদন নিয়ে কোন সিদ্ধান্তই নিল না হাই কোর্ট। তদন্তকারী আধিকারিককে ভর্ৎসনার পাশাপাশি সিবিআই তদন্ত নিয়মেও যথেষ্ট ক্ষুব্ধ হাই কোর্ট।
যার ফলে শুক্রবারেও হাই কোর্টে অস্বস্তি বজায় রইলো সুজয় কৃষ্ণ ভদ্রের। কালীঘাটের কাকুর আগাম জমিনের আবেদনের সুরাহা মিলল না! সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের আগেই আগাম জামিনের আবেদন করেছিলেন সুজয় কৃষ্ণ। সেই আবেদনে আপাতত আমল দিল না কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে জবাবই হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট।