নিজস্ব প্রতিনিধি, বজবজ: বজবজে এক যৌনকর্মীর রহস্যমৃত্যুকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় নিষিদ্ধ পল্লীর একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পল্লির বাসিন্দাদের অভিযোগ, প্রেমিকের হাতেই খুন হয়েছেন ওই তরুণী। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ তাঁর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আটক করেছে অভিযুক্ত প্রেমিক ভিকিকে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিকির নামে এর আগেও অন্যান্য থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের ছিল, এমনকি ভিকি জেলও খেটেছে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকার নিষিদ্ধ পল্লিতে থাকতেন ওই মহিলা। তবে তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। বাসিন্দা তিনি। ভিকি নামে একটি ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ওই যুবক নিয়মিত এই তরুণীর কাছে আসতেন। তাঁদের মধ্যে অশান্তিও হত বলে জানিয়েছেন ওই এলাকার অন্যান্য যৌনকর্মীরা।
বৃহস্পতিবার রাতেও ওই তরুণীর ঘর থেকে অশান্তির শব্দ পান তাঁরা। তবে অন্যদিনের মতোই তাঁরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। ভেবেছেন, প্রতিদিনের মতোই পরে সব মিটে যাবে। কিন্তু খানিকক্ষণ পরেই ভিকি চিৎকার করে আশেপাশের লোকজনকে ডেকে জানান, ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে!
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। রাতেই ঘটনাস্থলে যায় বজবজ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে বজবজ পুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তরুণীকে মৃত বলে জানান। স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতেই রাতে বজবজ থানার পুলিশ ভিকিকে আটক করে। মৃতার প্রতিবেশীদের অভিযোগ, প্রেমিকই খুন করেছে ঝুলিয়ে দিয়েছে ওই তরুণীকে।