বেলডাঙার পরিস্থিতি জানতে কেন্দ্র ও রাজ্যের যৌথ রিপোর্ট তলব হাই কোর্টের

অপরাধ আইন জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলডাঙার বর্তমান পরিস্থিতি জানতে কেন্দ্র ও রাজ্যের যৌথ রিপোর্ট তলব করলো কলকাতা হাই কোর্ট। আজ শুক্রবার এই মর্মে মুর্শিদাবাদের জেলাশাসক ও বিএসএফের বহরমপুর রেঞ্জের ডিআইজিকে গোটা এলাকা ঘুরে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে ওই এলাকায় ভাঙচুর, কয়েক জন নিখোঁজ থাকার অভিযোগ এসেছে। পুলিশ ক্যাম্প ভাঙচুরের ঘটনার কথা বলা হয়েছে। এইসব অভিযোগের সত্যতা জানতে হাই কোর্ট সোমবারের মধ্যে ডিএম ও বিএসএফের ডিআইজির রিপোর্ট তলব করল।

সাম্প্রতিক বেলডাঙার হিংসাত্মক ঘটনার জেরে সীমান্ত রক্ষী বাহিনী ও সেখানকার জেলাশাসককে ধ্বংসযজ্ঞের সমীক্ষা করার নির্দেশ হাই কোর্টের। সোমবার আলাদা রিপোর্ট পেশ করার নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, ১৬ নভেম্বর বেলডাঙায় ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হয়। কোন একটি সম্প্রদায়ের প্যান্ডেল সহ বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার জেরে এলাকায় যাতে সংঘর্ষ আরও ছড়িয়ে না পড়ে তার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। সেই ঘটনার সূত্রে হওয়া মামলার প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারের তরফে পেশ করা রিপোর্টে এদিন আদালতকে জানানো হয় ১৬ তারিখের পরেও সেখানে হিংসাত্মক কার্যকলাপ চলছে। এই কেন্দ্রীয় রিপোর্টের তীব্র বিরোধিতা করে রাজ্য সরকার। এই মামলায় যুক্ত হয়ে একটি পক্ষ এদিন আদালতকে জানায় সেখানে এখনও হিংসাত্মক কার্যকলাপ চলছে। একটি সম্প্রদায়ের অন্তত ৩০০ বাড়ি ধ্বংস করা হয়েছে। এরই প্রেক্ষিতে এদিন রাজ্য ও কেন্দ্রকে এই নির্দেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ।