ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত ৩

Uncategorized

শীতের মরশুম শুরু হয়ে গেলেও রাজ্যে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ উদ্বেগ বাড়িয়েছে। গত এক সপ্তাহে নতুন করে প্রায় ১ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত দু’দিনে কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে এক স্বাস্থ্য কর্মী-সহ তিনজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে।
রাজ্যে চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। এর মধ্যে গত ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যেই রাজ্যের প্রায় এক হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে । ডেঙ্গির পাশাপাশি রাজ্যের ৮টি জেলায় ম্যালেরিয়ার প্রকোপও দেখা দিয়েছে। আলিপুরদুয়ার, মালদহ, দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা মিলিয়ে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এছাড়া হাওড়া, ব্যারাকপুর, সোদপুর, দমদম, কসবা, যাদবপুর, টালিগঞ্জ এবং আরও কিছু এলাকায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগী মিলছে।
মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধিতে রাজ্য সরকার উদ্বিগ্ন। মশা নিধন অভিযানের পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে সচেতনতা প্রচারেও জোর দেওয়া হয়েছে। বাড়ির আশেপাশে কোথাও জমা জল যেন না থাকে, হাত পা ঢাকা দেওয়া জামা পরার কথা বলা হচ্ছে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও ওষুধপত্রের পাশাপাশি স্বাস্থ্য দফতর ২ লক্ষ মশারি বিলি করা সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।