শিলিগুড়ি থেকে রংপোর পথে তিস্তার খাদে পড়ল বাস, মৃত একাধিক

জেলা রাজ্য

নিউজ পোল, ব্যুরো: আজ শনিবার একটি পর্যটক বোঝাই বাস শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে তিস্তার খাদে পড়ে যায়। রংপোর আন্ধেরির কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ে যায় বাসটি। তিস্তা নদীর খাদে পড়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৪। আহত প্রায় ২০।

জানা গেছে, আজ শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অটল সেতু থেকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনের কাছাকাছি। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। এর পাশাপাশি স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, জাতীয় সড়কে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে এই সংক্রান্ত বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।