বৃষ্টি উপেক্ষা করেও, জিৎ- এর মন জয়

কলকাতা বিনোদন

বৃষ্টিকে উপেক্ষা করেও জন্মদিনের আনন্দে মাতলেন টলিউড অভিনেতা জিতেন্দ্র মাদনানি ওরফে জিৎ। গতকাল রাত্রি থেকেই জিৎ এর ভক্তরা তার দক্ষিণ কলকাতার বাড়ির সামনে জন্মদিন পালন করবে বলে এবং তাকে এক ঝলক দেখার জন্য ভীড় করেছিলেন। আজ সকাল থেকে তাঁর বাড়ির সামনে ছিল ভক্তদের ভিড়। শুধু তাই নয় দুপুর বেলা জিৎ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে তাদের বাড়ির বারান্দায় বেরিয়ে আসেন। বৃষ্টি পড়ছিল অঝোরে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিলেন। বারান্দায় বেরিয়ে আসার পর জিৎ তাঁর ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। তিনি নিজেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভক্তদের। ক্রমে ক্রমে জিতের জনপ্রিয়তা আকাশের ঊর্ধ্বমুখী। সূত্রের খবর, তিনি জন্মদিনের দিন পরিবারের সাথেই কাটাতে পছন্দ করেন। সন্ধ্যেবেলা খুব কাছের বন্ধুদের নিয়ে জন্মদিন কাটাবেন বলে জানা গিয়েছে। নিউজ পড়লে তরফ থেকে অভিনেতা জিৎ এর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।