নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রামীন সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে আরও ১ হাজার ৪০০কোটি টাকা বরাদ্দ করেছে। দু’বছর পর এই খাতে রাজ্য ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের গ্রামাঞ্চলে নতুন ৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরির জন্য গ্রামীণ সড়ক যোজনার বরাদ্দ চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তার মধ্যে প্রায় ৩ হাজার কিলোমটার রাস্তার প্রস্তাব মঞ্জুর হয়েছে। এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে শেষবার ওই প্রকল্পের রাজ্যকে ৩৪৩ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। উল্লেখ্য গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। বাকি ৪০ শতাংশের ব্যবহার রাজ্যকে বহন করতে হয়।