চলছিল কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট, তার জের রাস্তা অবরোধ!

জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি : ভোট দিতে দেওয়া হচ্ছে না! এই অভিযোগে শেওড়াফুলিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কংগ্রেসের।

উল্লেখ্য, প্রায় তিন দশকের বেশি সময় পর বৈদ্যবাটি শেওড়াফুলি কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালক মণ্ডলীর নির্বাচন হচ্ছে আজ রবিবার। সকাল ১০টা থেকে বৈদ্যবাটি শেওড়াফুলি ও ভদ্রেশ্বরে শহরের মোট ৯টি স্কুলে ভোটগ্রহণ শুরু হয়। ব্যাঙ্কের প্রায় ১৩ হাজার সদস্য সংখ্যা রয়েছে। সকাল থেকেই কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। মোট ১৮টি কেন্দ্রে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ৪৪ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। ভোট গ্রহণ শুরু হতেই সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের জোট প্রার্থীদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।বিজেপিকেও ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর শেওড়াফুলি ফাঁড়ির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাম কংগ্রেস ও বিজেপির কর্মীরা। তাঁদের দাবি, তৃণমূলের লোকজন ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ভোট লুঠ করেছে। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।

এক প্রার্থী বিশ্বজিৎ শীল বলেন, ‘কো-অপারেটিভ ব্যাঙ্কের সদস্য নির্বাচনে শাসক তৃণমূল দল সাধারণ মানুষের অধিকারকে খর্ব করছে। তাঁরা মস্তানদের সঙ্গে নিয়ে ভোট করিয়ে নিল। প্রার্থীদের মারধর করে বাইরে বার করে দিয়েছে। যারা ভোটার আছেন তাঁদের বলছে ভোট হয়ে গেছে চলে যান। নিজেরাই ব্যালটে ছাপ মেরে ভোট দিচ্ছে! আমি একজন প্রার্থী আমাকেও বাইরে বের করে দিয়েছে।’

তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন, ‘পর পর নির্বাচনে মানুষ বুঝে গেছে তৃণমূল ছাড়া আর কোনও দলের ওপর ভরসা নেই। তাই তাঁরা এখন মানুষের সহানুভূতি ঘোরানোর চেষ্টা করছে। অভিযোগ যে কেউ করতে পারে। তবে তাঁরা যে মারধরের অভিযোগ করছে সেটা সবটাই মিথ্যে।’