নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ায় ফের অগ্নিকাণ্ড! আজ রবিবার দুপুরে হাওড়া ব্রিজের কাছে ফুল মার্কেটের অনতিদূরে বিধ্বংসী আগুনের খবর মিলেছে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, পি ২১০ স্ট্যান্ড ব্যাঙ্ক রোডের কাছে একটি দোকানে আগুন লেগেছে। এরই মধ্যে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।