প্রায় ৫ লক্ষ টাকার গাঁজা নষ্ট করল পুলিশ!

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: জমিতে না, বাড়ির উঠোনে চাষ হয়েছিল গাঁজার। আর তার খবর পেয়েই হুগলি গ্রামীণ পুলিশের একটি দল হানা দেয় বলাগড়ের নাটাগড়ে। প্রায় পাঁচ লাখ টাকার গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বলাগড়েরই চর কৃষ্ণবাটিতে বেআইনি ভাবে চাষ করা গাঁজা নষ্ট করেছিল পুলিশ। শনিবার বলাগড় ব্লকের সোমড়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় পুলিশ। নাটাগড় গ্রামে চলে অভিযান।ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহার নেতৃত্বে এই অভিযানে বহু গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়।
চাষের জমিতে না গৃহস্থের বাড়ির উঠোনেই চাষ করা হয় এই নেশার গাছ। বাজারে যার দাম কয়েক লাখ টাকা।

গাঁজা চাষ বেআইনি জেনেও গ্রামবাসীরা সেই চাষ করেন। লাউ মাচা, লঙ্কা গাছ, বেগুন গাছের ফাঁকেই চলে গাঁজা চাষ। আর পুলিশ জানতে পারলেই হানা দেয়।

হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, ‘নাটাগড় এলাকার কয়েকটি গ্রামে বাড়ির ভেতরে গাঁজার চাষ হচ্ছিল। খবর পেয়ে ৫০ জন পুলিশ কর্মী সেখানে যায়। গ্রামের আশেপাশে যেসব গাছ ছিল সব কেটে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।’