মালিকের টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের গল্প ফেঁদেও শেষ রক্ষা হল না

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: গত শুক্রবার রাত ৮টা ৩০ মিনিট নাগাদ মঙ্গলকোট থানার অন্তর্গত কৈচর ফাঁড়িতে একটি ছিনতাইয়ের অভিযোগ জমা পড়ে। অভিযোগে জানান হয়, কাটোয়া থানার অন্তর্গত এক মোটর ভ্যান চালক, যিনি কাটোয়ার একটা কোম্পানির চানাচুর বিভিন্ন দোকানে ডেলিভারি করেন।এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ যখন কাটোয়া-বর্ধমান রোড ধরে নিগনের দিক থেকে কাটোয়ার দিকে ফিরছিলেন, তখনই শীতলগ্রাম ক্যানেলের কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে তাঁর কাছে থাকা ব্যবসার আদায়কৃত ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালিয়ে যায়।

খবর পাওয়া মাত্রই কৈচর ফাঁড়ি ও মঙ্গলকোট থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্তে নেমে ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন। এর পাশাপাশি ওই মোটর ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই মোটর ভ্যান চালকই লোভের বশবর্তী হয়ে তাঁর মালিকের টাকা আত্মসাৎ করার জন্য ছিনতাইয়ের গল্প রটিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। জেরার মুখে সে স্বীকার করে যে ওই টাকা নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। মঙ্গলকোট থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে।

পরে চানাচুর মালিকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করা হয়। মোটর ভ্যান চালক গৌতম রায়কে গ্রেফতার করে আজ তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হবে।