বন্ধ ট্যুরিস্ট ভিসা, কমেছে পর্যটকের সংখ্যা এবার বন্ধের মুখে আমদানি রফতানি

আন্তর্জাতিক কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা, সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা। আমদানি রফতানি বন্ধের মুখে।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্তে বন্ধের মুখে আমদানি রফতানি দুই থেকে তিন মাস আগে যাদের ভিসা করা সেইসব পর্যটকেরা যাতায়াত করছেন যা সংখ্যায় খুব কম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে বাণিজ্যের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলেছে। এই পরিস্থিতির আগে এই এলাকা দিয়েই গড়ে প্রতিদিন ৪০০ পন্যবাহী ট্রাক যেত, আর বর্তমানে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে একশোরও নীচে। খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে অর্থনীতিতে। আগে বাংলাদেশের ১০০ টাকা প্রতি বাটা ছিল ৭২-৭৫ টাকা। আর এখন সেটাই নেমে দাঁড়িয়েছে ৬৯ টাকায়। গজরা গাছ সীমান্তের আমদানি রফতানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল জানান, তাঁরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রফতানি করছেন তার পেমেন্ট অনেক দেরীতে হচ্ছে। ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে যার ফলে এখন বর্তমানে সীমান্ত বাণিজ্যে অনেকটাই একটা বিরূপ প্রভাব পড়েছে।