নিজস্ব প্রতিনিধি , বেনাপোল: সন্নাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে, পেট্রাপোল সীমান্তে সন্নাসীদের বিক্ষোভ কেটে কেটে গিয়েছে আট দিন। এখনো জামিন পাননি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও ৫৪ জন ইসকন সদস্যকে ভারতে আসতে দিল না বাংলাদেশ। সীমান্তেই আটকে দেওয়া হচ্ছে তাঁদের। শনিবার এবং রবিবার ইসকন সদস্যরা বেনাপোল সীমান্তে এসে পৌঁছন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাঁদের জানানো হয় যে, তাঁদের সীমান্তপারের অনুমতি নেই। বাংলাদেশ সরকার ১৭টি ইসকন সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে চিন্ময়কৃষ্ণ দাসের অ্যাকাউন্টও রয়েছে। এক কথায় বিভিন্ন প্রকার হ্যানেস্থার মুখে পড়তে হচ্ছে হিন্দু সমাজ ও ইসকনের ভক্তদের।এরপরেই শুরু হয় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ। পেট্রাপোল সীমান্তে চলে সন্নাসীদের বিক্ষোভ। জমায়েতের ডাক দেন অখিল ভারতীয় সন্ত সমিতির। সমাবেশে শয়ে শয়ে মানুষের ভিড়। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে এই বিক্ষোভ। পেট্রাপোলে প্রতিবাদ কর্মসূচিতে যোগ শুভেন্দুর। আপাতত চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। ওপারে ফিরতে মরিয়া বাংলাদেশিরা।