নিউজ পোল ব্যুরোঃ গত ১৬ ই নভেম্বর জন্মদিন ছিল অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যার। আর সেই অনুষ্ঠানকে ঘিরেই আবারো ভক্তমহলে দম্পতির বিবাহ বিচ্ছেদকে নিয়ে তুঙ্গে ওঠে চর্চা। সম্প্রতি কন্যা আরাধ্যা বচ্চনের তের তম জন্মদিনে মুখ দেখা যায়নি বাবার।
অনুষ্ঠানের অ্যালবামের একটি ছবিতেও দেখা যায়নি অভিষেকের মুখ। কিন্তু কেন? তবে কি সত্যিই দূরত্ব বেড়েছে দম্পতির? দর্শকমহলে জোর কৌতুহল দেখা দেয় বিষয়কে ঘিরে। তবে এরই মাঝে দর্শকের বিভ্রান্তি বাড়িয়েছেন অভিষেক, আচমকা বউয়ের কথা মেনে চলার নির্দেশ! কিন্তু কেন? তবে কি ভক্তদের লুকিয়ে আড়ালে বেশ ভালোই দিন কাটাচ্ছেন দম্পতি?
বিগত এক মাসে এই দম্পতির বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা ছিল সোশ্যাল মিডিয়ায় শিরোনামে। এরই মধ্যে অনেকে আবার নির্দ্বিধায় আঙ্গুল তুলেছিলেন অভিষেকের দিকে। নির্দিষ্ট এক অভিনেত্রীর সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিষেক, এমন মন্তব্য করতেও শোনা যায় অনেক ভক্তকেই। মেয়ের জন্মদিনে অভিষেককে দেখতে না পেয়েই ডিভোর্সের গুঞ্জনে প্রায় সিলমোহর বসেছিল নেটপাড়ায়। একমাত্র মেয়ের জন্মদিনে কেন উপস্থিত ছিলেন না অভিষেক? তা নিয়েও শুরু হয় জল্পনা।
কিন্তু ভক্তদের এরূপ ধারণা যেন এক নিমেষেই বদলে গেল সন্দেহে! সম্প্রতি মেয়ে আরাধ্যার জন্মদিনের ভিডিও শেয়ার করতেই তুমুল হট্টগোল। ভিডিও দেখেই চক্ষু চড়ক নেটিজেনদের। ভিডিওতে দেখা যায় মেয়ের বার্থডে পার্টিতেস্ব শরীরে উপস্থিত ছিলেন বাবা অভিষেকও। মেয়ের জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবিতে তিনি না থাকলেও স্বশরীরেই উপস্থিত ছিলেন জন্মদিনে। মেয়ে আরাধ্যার জন্মদিন একসঙ্গেই পালন করেছেন দম্পতি।
একসঙ্গে হাসি মুখে মেয়ের জন্মদিন পালন দেখা যায় ঐশ্বর্য-অভিষেককে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার ধন্যবাদ জানান ঐশ্বর্যও। অভিনেত্রীর ঐশ্বর্যর শেয়ার করা ছবিতে কেন দেখা যায়নি তাকে? প্রশ্নের উত্তরে যদিও বা খুব একটা খোলসা করেননি তিনি। তবু ভক্তদের অনেকেই বুঝেছেন ভালো আছেন দম্পতি।