নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবার কলকাতা হাই কোর্টের রোষের মুখে বসিরহাট পুলিশ জেলা। অন্যের জমিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় হাই কোর্টে বিভ্রান্তি মূলক রিপোর্ট পেশের কারণে এবার বাদুড়িয়া থানার আইসির হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বাদুড়িয়া থানার জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের অভিযোগ ছিল, নিম্ন আদালতের নির্দেশের পরেও তাঁর জমি দখল করে বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। পুলিশের প্রশ্রয়েই ওই নির্মাণ করা হয়েছে। এই মামলায় এক মাসে আগে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল বিচারপতি ঘোষের বেঞ্চ। সেই মামলায় এদিন বাদুড়িয়া থানার তরফে যে রিপোর্ট জমা পড়েছে তা দেখেই রীতিমত ক্ষেপে যান বিচারপতি। এজলাসে উপস্থিত সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ‘বসিরহাটে কোনও আইনশৃঙ্খলা আদৌ আছে কী? নাকি আপনারা শুধু অনুপ্রবেশের জন্য অপেক্ষা করে থাকেন? ওখানে তো আইসিই শেষ কথা। সীমান্ত এলাকায় থানার এই হাল!’
এই মামলায় আইসি যে রিপোর্ট পেশ করে জানিয়েছেন, তাঁর সঙ্গে ‘ফেরেববাজি’ করে ওই নির্মাণ করা হয়েছে। এই রিপোর্ট দেখে চূড়ান্ত ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘একটা বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় আইসির সোর্সের হাল যদি এই হয়, তাহলে অন্য অপরাধমূলক মামলায় তিনি কী ধরনের তদন্ত করবেন তা বুঝতে বেশি কিছু লাগে। তাঁর ওই পদে থাকার কোনও অধিকারই নেই। রাজ্য পুলিশ জেলা তৈরি করছে তাও আদালতের কথা শুনছে না।’
এরপরই হুঁশিয়ারির সুরে বিচারপতি বলেন, ‘এক মাস সময় দিচ্ছি যদি ঠিকঠাক রিপোর্ট না জমা পড়ে তাহলে আইসির সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বেতন বন্ধ করে দেব। তাঁর কোনও মামলায় কোনও তদন্ত করার কোনও অধিকার থাকবে না। এটাই শেষ সুযোগ।’ জানুয়ারি মাসে ফের মামলার শুনানি।