শীর্ষ আদালতে পিছিয়ে গেল পার্থর জামিনের শুনানি

অপরাধ আইন রাজনীতি রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো, নিউদিল্লি: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রীম কোর্টে। সোমবার এই শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় কতদিন জেল হেফাজতে রয়েছেন তার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য ইডির কাছে জানতে চেয়ে রিপোর্ট তলব করেছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। ইডির তরফে এদিন সেই রিপোর্ট আদালতে পেশ করা হয়। অন্যদিকে, ইডির রিপোর্টের বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী রিপোর্ট পেশ করেছেন। আদালতে পেশ হওয়া এই দু’টো রিপোর্ট দেখার জন্য সময় চেয়েছেন সুপ্রীম কোর্টের বিচারপতি।

আগামী বুধবার ফের মামলার শুনানি হবে সুপ্রীম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে।