গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশই, জখম ৩, ধৃত ১১

অপরাধ আইন

নিজস্ব প্রতিনিধি, হুগলি: চারিদিকে চলেছে প্রতিহিংসা। ঠিক তেমনিই ঘটনা আবার ঘটলো হুগলিতে। ওয়ারেন্ট নিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ,সেই ওয়ারেন্ট ছিঁড়ে পুলিকেই আক্রমন করে গ্রামবাসীরা। আক্রান্ত হয় মগড়া থানার পুলিশ।ওয়ারেন্ট ছিঁড়ে পুলিশকে আক্রমনের অভিযোগে গ্রেফতার ১১জন।তাদের ইতিমধ্যেই চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,২০২৩ সালের একটি মামলায় অভিযুক্ত দুইজনকে আদালতের জারি করা ওয়ারেন্ট নিয়ে গতকাল রাতে গ্রেফতার করতে যায় পুলিশ। ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে।গাড়ি ভাঙচুর করে পুলিশকে আক্রমন করা হয়। মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল (তনেশ ঘোষ,সুজিৎ অধিকারি,কৌশিক গোস্বামী, দেবাশীষ সরকার,দেবেশ অধিকারী ,কুনাল অধিকারী,গৌতম বিশ্বাস, অমর সর্নকার, প্রসেনজিৎ পাল , বঙ্কিম ঘোষ ,ভাস্কর দাস)।

হুগলি গ্রামীন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার বলেন, ওয়ারেন্টির আসামিদের এরেস্ট করতে বাধা দেয়। রাস্তা আটকে পুলিশের কাজে বাধা দেয়। পরে আরো ফোর্স গিয়ে তাদের নিয়ে আসে। পুলিশের কাজে যারা বাধা দিচ্ছিল তাদের বিরুদ্ধেও কেস করে আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।