নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নাম জড়ায় ‘ফেটসু’ নেতা অরিত্র মজুমদারের। তাঁকে ৬ মাসের জন্য সাসপেন্ড এবং একটি সেমিস্টারে না বসার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত ওই বিতর্কিত পড়ুয়া। মঙ্গলবার এই মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
বিচারপতির পর্যবেক্ষণ, এই ঘটনায় তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগের এই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে সেই কেস ডায়েরি দেখার পর আদালত কোনও পদক্ষেপ করতে পারবে। অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ এবং তা গ্রহণের কারণ জানিয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও। তবে এদিন আদালত তাঁর পরীক্ষায় বসার বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
তাঁর আইনজীবীর অভিযোগ, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। অরিত্রকে শো-কজ নোটিশ দেওয়া হয়। তারপর তাঁকে হস্টেল ও বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঢুকতে নিষেধ করা হয়। একটি সেমিস্টারে তিনি বসতে পারবেন না বলেও জানান হয়। জানুয়ারিতে তাঁর কোর্স শেষ হবে। এই পরিস্থিতিতে তিনি পরীক্ষায় বসতে না পারলে বছর নষ্ট হবে। অভ্যন্তরীণ তদন্ত কমিটি এভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করতে পারে কিনা এবং সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কোনও পড়ুয়ার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া যায় কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী।
বিচারপতি জানান, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানার প্রয়োজনীয়তা রয়েছে। ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।