নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকাল থেকে লক্ষ্মণ শেঠের বাড়িতে শুরু হয়েছে ইডির তল্লাশি। বর্তমানে প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি লক্ষ্মণ শেঠ। তাঁর সল্টলেকের পাশাপাশি হলদিয়ার বাড়িতেও চলছে ইডির তল্লাশি।
লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে ওঠা মেডিক্যাল তথা ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই চলছে তল্লাশি অভিযান। ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ মঙ্গলবার ভোর থেকেই তাঁর একাধিক বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি-র কাছে অভিযোগ জমা পড়ার পর শুরু হয়েছে মেডিক্যাল দুর্নীতির তদন্ত। আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন লক্ষ্মণ শেঠের বাড়ি ছাড়াও রাজ্যের আরও একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে।শুধু তাঁর বাড়িতেই নয়, তাঁর তৈরি করা বেসরকারি হাসপাতাল ‘আই কেয়ার’-এও তল্লাশি চালানো হচ্ছে।তল্লাশি চলছে বজবজে এক মেডিক্যাল কলেজের মালিক জগন্নাথ গুপ্তার বাড়িতেও। যাদবপুরের বেসরকারি মেডিক্যাল কলেজেও তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযোগের তালিকায় রয়েছে রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ। যার মধ্যে অন্যতম লক্ষ্মণ শেঠের এই কলেজ।
একসময়ের দাপুটে নেতা ছিলেন লক্ষ্মণ শেঠ। বাম আমলে তাঁর দাপটের কথা শোনা যেত গোটা হলদিয়া জুড়ে। কিন্তু বামে জামানা শেষ হওয়ার পরপরই দল বদল করেন তিনি। যুক্ত হন কংগ্রেসের সঙ্গে। তবে বর্তমানে তিনি আর আগের মতো দাপিয়ে বেড়ান না রাজনীতিতে।বছর ৭৯-এর লক্ষ্মণ শেঠকে এখন আর সেভাবে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায় না। বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি লক্ষ্মণ শেঠ। বলাই যায় সময়ের সাথে কিছুটা হলেও শান্ত হয়েছে তাঁর রাজনৈতিক জীবন। কিন্তু আবারো টাইমলাইনে লক্ষ্মণ শেঠ, কারণ সকাল থেকেই আচমকা তাঁর একাধিক বাড়িতে তল্লাশি অভিযানে সক্রিয় হয়েছে ইডি। এদিন বাড়িতেই ছিলেন প্রাক্তন সাংসদ।
হলদিয়া মেডিক্যাল কলেজের তরফ থেকে একটি বড় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে মঙ্গলবার, যেখানে উপস্থিত থেকে উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু অনুষ্ঠানে যাওয়ার বদলে আপাতত তল্লাশি চলা পর্যন্ত তাঁকে থাকতে হচ্ছে বাড়িতেই, বলে সূত্রের খবর।