নিউজ পোল ব্যুরো: এবার অস্কার মনোনীত তালিকায় নাম বাংলার সংগীত শিল্পীর। বর্তমানে বাংলা সারেগামাপার বিচারকের আসনে বসা ইমন চক্রবর্তীর নাম রয়েছে অস্কার মনোনীতের তালিকায়। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো অনন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। বর্তমানে চলছে তারই বাছাই পর্ব। সারা বিশ্বের খ্যাতনামা গায়ক গায়িকাদের নাম থাকছে তারই পুরস্কার মনোনীতদের তালিকায়। সেখানেই প্রথম ধাপে বাংলার মুখ উজ্জ্বল করেছেন বাঙালি গায়িকা ইমন চক্রবর্তী।
সারা বিশ্বের প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহ সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে এই পর্বে। যেখানে জায়গা করে নিয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর গান। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়। এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দের ঢেউয়ে ভাসছে বাঙালি গান প্রেমীরা। খুশির আমেজ ইমনের ভক্ত মহলেও।
ইমন জানান, এই খবর তিনি প্রথম পান সকাল ১১টা নাগাদ। খবর পেয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। নিউজ পোলের দর্শকদের উদ্দেশ্যে তিনি কি বললেন রইল ভিডিও
https://www.facebook.com/share/v/18PL2srfjs/