ফিনিক্স পাখির মতোই ফিরে আসছে হলুদ ট্যাক্সি

কলকাতা রাজ্য শহর


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমসাময়িক সঙ্গীরা সব হারিয়ে গিয়েছে কবেই! কিন্তু সে যেন নতুন করে বাঁচবে বলেই আবারও ফিরে আসছে অসুস্থতা কাটিয়ে। হারিয়ে যেতে নয়! পথ চলতে নতুন করে, নতুন সাজে, নতুন উদ্যোগে। ফিনিক্স পাখির মতোই ফেরৎ আসছে সে..

বিলুপ্ত হচ্ছে না ইতিহাস বহনকারী হলুদ ট্যাক্সি। বরঞ্চ নতুন রূপে পরিষেবা দিতে আরও সুসজ্জিতভাবে নামছে পথে। নয়া সংস্থার হাত ধরে ফিরছে কলকাতার নস্ট্যালজিয়া হলুদ ট্যাক্সি। ফেব্রুয়ারিতে হবে ঘোষণা।


সম্প্রতি খবর পাওয়া যায়, বিলুপ্তির পথে এগোচ্ছে হলুদ ট্যাক্সি। গ্রীন ট্রাইবুন্যালের রায় অনুযায়ী ১৫ বছরের নিয়ম মেনে বাতিলের খাতায় হলুদ ট্যাক্সি। বয়স বাড়ার ফলে আগেই একের পর এক বন্ধ হচ্ছিল হলুদ অ‌্যাম্বাসাডর। ধাপে ধাপে বাতিল হচ্ছে ১৫ বছরের পুরনো গাড়ি, চিন্তায় হলুদ ট্যাক্সি মালিকরা।

ট্রাফিক ও পরিবহণ দফতর সূত্রে পাওয়া তথ‌্য অনুসারে জানা যায় তিন বছরে প্রায় ‘যাত্রী সাথী’ অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সির ৭১ হাজার চালক এই অ্যাপের সঙ্গে যুক্ত হন৷ চালকদের আয় হয় প্রায় ১৬৬ কোটি টাকা৷ প্রায় ৬১ লক্ষ ট্রিপ সম্পূর্ণ করেন তাঁরা। ৩ কোটি ১৯ লক্ষ বার অ্যাপটি সার্চ করা হয় বলেও খবর। তবে পুরোপুরি বন্ধ হতে চলার খবর পেয়ে মাথায় হাত পরে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি চালকদের। খবর পাওয়া মাত্রই যেন দুঃখের ছায়া নামে কলকাতার সড়কে।

কলকাতায় আসছেন অথচ হলুদ ট্যাক্সি চড়েননি এমন মানুষ বোধহয় কল্পনাও করা যায় না। কলকাতার আবেগের সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে ভিন রাজ্যেও বাংলাকে বিশেষ আকর্ষণীয় বানিয়েছে এই ট্যাক্সি। সম্প্রতি তার উদাহরণ হল, বিখ্যাত পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ৷ কলকাতায় এসে তিনি হলুদ ট্যাক্সি চড়ার বেশকিছু ছবি পোস্ট করেছেন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে যেখানে তিনি কলকাতার আবেগ বলতে এগুলোই বুঝিয়েছেন। ছবির প্রচারে শহরে এসে হলুদ ট্যাক্সির সঙ্গে এমন ছবি এর আগেও উদাহরণ রয়েছে অগুনতি। হলুদ ট্যাক্সি বাঁচাতে গত মঙ্গলবার বসে বৈঠক। এক মাসের মধ্যে হারিয়ে যাওয়া বন্ধ করতেই চলে জোর কদমে আলোচনা। হলুদ ট্যাক্সিকে বাঁচাতে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দেন ট্যাক্সিচালকরা। এবার সেখানেই সু-খবর, এতো সহজে হারিয়ে যাচ্ছে না ঐতিহ্য। ট্রামের মতোই হলুদ ট্যাক্সিও নতুন ভাবে নামবে সড়কে।

হিন্দমোটর কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর অ‌্যাম্বাসাডরও আর নতুন করে তৈরি করা সম্ভব হয়নি। যার ফলে হারিয়ে যেতে চলেছিল হলুদ ট্যাক্সি। তবে সুখবর এটাই নতুনভাবে শহরে আসতে চলেছে হলুদ ট‌্যাক্সি।
নতুন এক সংস্থার দৌলতে সড়কে নতুনভাবে চলবে প্রায় হাজার দুয়েক গাড়ি। ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলনের মঞ্চে তা ঘোষণা হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, কলকাতার নস্ট‌্যালজিয়ার কথা মাথায় রেখেই শহরে হলুদ ট‌্যাক্সি নামানোর কথা ভাবছে ওই সংস্থা। হুবহু সেই পুরনো অ‌্যাম্বাসাডার না হলেও, তার ছাঁচেই নতুন গাড়ি তৈরি হচ্ছে বলে সূত্রের খবর। এরই আগে হলুদ ট্যাক্সির আরেক সঙ্গী আরব সাগরের পাড় বাণিজ্য নগরী মুম্বই থেকে হারিয়ে গেছে প্রিমিয়ার পদ্মিনী ট্যাক্সি। তার জায়গায় স্থান নিয়েছে অন্য মডেলের গাড়ি। কিন্তু তিলোত্তমায় তা হচ্ছে না।