প্রথম দিনেই মন ছুয়েছে ‘সুকন্যা’

বিনোদন


নিউজ পোল ব্যুরো: সম্প্রতি কলকাতার নামী সিনেমা হলে মুক্তি পেল নতুন বাংলা সিনেমা ‘সুকন্যা’। যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি একাধিক জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। সিনেমা মুক্তির পরেই মন ছুঁয়েছে দর্শকদের।

মুক্তিকালে আবেগপ্রবণ হয়ে ওঠেন অনেকেই। সিনেমায় অন্যান্য চরিত্রে দেখা গিয়েছে খরাজ মুখার্জি, ডঃ শান্তনু সেন (প্রাক্তন এমপি), প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ, সঞ্জীব সরকার (অভিনেতা), উত্তম বারিক (পূর্ব মেদিনীপুর সভাপতির মতো বিশিষ্ট ব্যক্তিসহ অন্যান্যদের। ছবিটি পরিচালনা করেছেন উজ্জল মিত্র। ছবির প্রযোজনায় ছিলেন সমীর মন্ডল। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলিকে সামনে রেখে নির্মিত এই সিনেমা মন ছুঁয়েছে প্রথম দিনেই।


ছবিটির মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী কনীনিকা সিনেমায় তার চরিত্রের ব্যাখ্যা করতে গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ছবির ব্যাখ্যা দিতে গিয়ে ডক্টর শান্তনু সেন আরো একবার বুঝিয়ে দিয়েছেন বিশ্বের দরবারে কন্যাশ্রীর গুরুত্ব, বলেন, ‘শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এবং নারী শিক্ষার আমাদের বর্তমান সরকার নারী শিক্ষার বিকাশের জন্য যে প্রকল্প এনেছেন সেই কন্যাশ্রীর সেটি শুধু রাজ্যের নয় এখন পৌঁছে গিয়েছে গোটা বিশ্বে’ যাকে তুলে ধরতেই এই চলচ্চিত্র নির্মিত। এছাড়াও রয়েছে লড়াই হার না মানা নারী শক্তির গল্প। ছবিটির মাধ্যমে সমাজে আরো শক্তি যোগাবে নারী শক্তিকে এমনই বার্তা দিয়েছেন চলচ্চিত্রের প্রযোজক সমীর মন্ডল।