অবশেষে খোঁজ মিলল সুনিলের! জট কাটছে অপহরণ রহস্যের

বিনোদন

নিউজ পোল ব্যুরো: আচমকাই উধাও জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল। কমেডির পাশাপাশি অভিনয়ের জন্যও সমান খ্যাতি তার। কিন্তু আচমকাই গেলেন কোথায়?? হঠাৎ নিখোঁজের ঘটনাকে ঘিরে বাড়ে রহস্য। রহস্যের কিনারা খুঁজতে তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ।
সূত্রের খবর কমেডিয়ান অভিনেতা সুনীল পালের স্ত্রী সর্বপ্রথম তার নিখোঁজের ঘটনা সামনে আনেন। স্বামীর নিখোঁজের অভিযোগ জানান মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায়। পুলিশের তথপরতায় অবশেষে খোঁজ মিলল তাঁর।

জানা যায়, নিজের প্রদর্শন থেকে ফেরার পথেই হঠাৎ নিখোঁজ হন তিনি বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। মুম্বইয়ের বাইরে তিনি নিজের প্রদর্শনী করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু প্রদর্শনী শেষে বাড়ি ফেরেননি আর! ৩ ডিসেম্বর ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর স্ত্রী ফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করলেও শেষমেষ ফোনে পাওয়া যায়নি তাকে। পরবর্তীতেও ফোন করলে তা পরিষেবার বাইরে আছে বলেই জানিয়েছে।

সূত্র মারফত জানা যায়, দুর্ঘটনা নয় বরং কিডন্যাপ হয়েছেন তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একাধিক লোক সুনীলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। সুনীলকে ছাড়ার জন্য চাওয়া হয়েছে বিরাট অংকের টাকা। এই প্রসঙ্গেও অভিযোগ দায়ের করা হয়েছে সান্তাক্রুজ থানায়।

খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে নেট দুনিয়াতে। উদ্বিগ্ন হন তাঁর নিজের পরিবারসহ সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা। তারপরেই শুরু হয়েছে সুনীলের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ। জোর কদমে তদন্তে নামে পুলিশ।

২০০৫ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ’- এই নন-ফিকশন কমেডি শোতে নজর কারা সাফল্যের পর থেকেই আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন সুনীল। শুধুমাত্র স্ট্যান্ড আপ কমেডি নয়, অভিনয়েও সমান দক্ষতা ছিল তার। ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও তাঁর অজস্র কাজ মন ছুয়েছে দর্শকদের। স্বাভাবিকভাবে প্রতিভাবান নতুন চেহারায় আকর্ষিত হয়ে সে সময় থেকেই বাড়তে থাকে তাঁর সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোইং।

‘বম্বে টু গোয়া’, ‘ফির হেরা ফেরি’, ‘হাম তুম’, ‘আপনা সপনা মানি মানি’, ‘কিক’- এর মতন বলিউড ছবিতে সুনীলের অভিনয় মুগ্ধ করে দর্শকদের। মূলত টেলিভিশন থেকেই তার জনপ্রিয়তার সূত্রপাত। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো’, ‘কমেডী চ্যাম্পিয়নস’, ‘কমেডি সার্কাস কে সুপারস্টার্স’- একাধিক কমেডি রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন সুনীল। এই স্বাভাবিকভাবেই তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা চিন্তা ছড়িয়েছে বিরাট সংখ্যক ভক্ত মহলে।       

জানা যায়, তদন্ত শুরুর কয়েক ঘণ্টা পরেই সুনীলের সন্ধান পায় পুলিশ। দিল্লিতে ছিলেন কমেডিয়ান। তাঁর ফোনটিও নাকি খোঁয়া গিয়েছিল বলেই খবর। এ বিষয়ে সুনিল বলেন, মুম্বইয়ে ফেরার ফ্লাইট ধরার তাড়া রয়েছে তাঁর। ব্যাস্ততার মাঝে শুধু এটুকুই জানান যে তাঁকে অপহরণ করা হয়েছিল। এর বেশি আর কিছু জানা যায়নি তাঁর থেকে।