নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হারিয়ে গিয়েছিলেন বৃদ্ধা, উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। নিখোঁজ বৃক্ষ থাকে মেয়ে জামাইয়ের হাতে তুলে দিল লেকটাউন থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার রাত্রে হাওড়া থানা এলাকার নেতাজী সুভাষ রোডে ওই বৃদ্ধাকে উদ্দেশ্যহীন বলে ঘোরাফেরা করতে দেখা যায়।
সে সময় চৌধুরী বাগানে তাকে একা ঘোরাফেরা করতে দেখে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় পরে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এরপর বৃদ্ধার নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর সহ খুঁটিনাটি বিষয়গুলির খোঁজ নেওয়া হয়।
কিন্তু তিনি কোন উত্তরই সঠিকভাবে দিতে পারেননি, আর তারপরেই শুরু হয় বৃদ্ধার পরিচয়ের খোঁজে অনুসন্ধান। অনুসন্ধান চালায় হাওড়া থানার তদন্তকারী দল। দীর্ঘ অনুসন্ধানের পর তাঁরা জানতে পারেন যে বৃদ্ধা আসলে লেকটাউনের কালিন্দি হাউজিং এস্টেটের বাসিন্দা। এরপর সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে যোগাযোগ করা হয়।
পুলিশ মারফত খবর পেয়ে তৎক্ষণাৎ থানায় এসে উপস্থিত হন বৃদ্ধার মেয়ে ও জামাই। পরে মঙ্গলবার যথাযথ যাচাইয়ের পরে ওই বৃদ্ধাকে আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর ওই বৃদ্ধা লেকটাউনে তাঁর মেয়ের বাড়িতেই থাকতেন। তবে লেকটাউন থেকে হাওড়ায় তিনি কিভাবে পৌছালেন? কেনই বা পৌঁছালেন? উত্তর স্পষ্ট নয় এখনো পর্যন্ত। উত্তরের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।