নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ বুধবার আনুমানিক বেলা ১২টা নাগাদ হাওড়া সাঁকরাইলে গোপন সূত্রে চলে পুলিশি অভিযান। অভিযানের পর উদ্ধার হয় ২৫৪ বস্তার বেশি নিষিদ্ধ রসুন। প্রতি বস্তায় ছিল প্রায় ১৮ কেজি চীনা রসুন। তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হয় রসুন বোঝাই বস্তাগুলিকে।
সাকরাইল থানার বিশেষ দল অরবিন্দ জয়সওয়ালের গোডাউন থেকে এই রসুন বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য ৭ লক্ষ ৭০ হাজার টাকা। সাকরাইল থানার পক্ষ থেকে ভারতীয় ন্যায় সংহিতায় অপরিহার্য পণ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর পাশাপাশি তৎক্ষণাৎ গোডাউন ম্যানেজার উপেন্দ্র যাদবকে(৪৫) গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে চীন থেকে এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরাই পথে আসে দেশের বাজারে। কম দামে এই রসুন কিনে বেশী দামে বাজারে বিক্রি করেন বিক্রেতারা। ফলত এই রসুন বিক্রির ক্ষেত্রে লাভের অংশ থাকে অনেকটাই বেশি।
এছাড়াও এই রসুনের কোয়া মোটা করার জন্য চাষের সময় যে কেমিক্যাল ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পুলিশের জালে ধৃত ম্যানেজার উপেন্দ্র যাদবকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান। মালিক বলতে পারবেন, তিনি কিছুই জানেন না বলে দাবি করেন গোডাউনের ম্যানেজার। মালিকের তল্লাশি চালাচ্ছে সাঁকরাইল থানার পুলিশ।