এক টুকরো পাহাড় নিয়ে সমতলে আসছে হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল

কলকাতা বিনোদন রাজ্য শহর সংস্কৃতি

মৃণালকান্তি সরকার, কলকাতা: ২০১০ থেকে শুরু হয়েছিল হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল। শুদ্ধ হাওয়া শুদ্ধ মাটিকে বজায় রাখার উদ্দেশ্যে আজ বুধবার পোস্টার লঞ্চ হল কলকাতা প্রেস ক্লাবে। ব্যানার উন্মোচন করেন সংগঠনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিখ্যাত ফুটবলার পাহাড়ি বিছে নামে খ্যাত বাইচুং ভুটিয়া। 

হাতে অরেঞ্জ নিয়ে এদিন হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল ২০২৪ এর প্রতীক নিয়ে গ্রামীণ ট্যুরিজম শো। এই বিষয় বাইচুং ভুটিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে পাহাড়ে হিমালয় দর্শনে অনেক পর্যটকরাই যান। আমার ছোট গ্রামে অনেক লোক আসা যাওয়া করে। হিমালয়ান ট্যুরিজম ফেস্টিভালের পর অনেক পরিবর্তন হয়েছে। স্টেহোম তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং গিয়েছিলেন। উত্তরবঙ্গে স্থানীয় কর্মসংস্থান তৈরি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে কাজ হচ্ছে। ৩০ হাজারের বেশি জায়গায় গ্রামীণ ট্যুরিজম শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ট্যুরিজম এবং ভারত সরকার ট্যুরিজম এই ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে।’

এদিন আশা ব্যক্ত করে তিনি জানান, অনেক গ্রামীণ অঞ্চল থেকে মানুষ কলকাতার হিমালয়ান ট্যুরিজমে অংশগ্রহণ করবে। আগামী ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বিধাননগরের সিটি সেন্টারে ষষ্ঠ অরেঞ্জ হিমালয়ান ট্যুরিজম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। সংস্থার পক্ষ থেকে স্যাটার্স ইনস্টিটিউট তৈরি করার জন্য ভারত সরকারের পর্যটক মন্ত্রকের কাছে অনুরোধ জানানো হয়।  এই উৎসবে ২০ টি স্টল দিয়ে শুরু হয়েছিল। এখন প্রায় ৪৫ টি স্টল বৃদ্ধি পেয়েছে। যেখানে পাহাড়ি এলাকার খাওয়া দাওয়া থেকে হস্তশিল্প সহ গ্রামীণ ব্যবহৃত জিনিসপত্র থাকবে। যেখানে পাহাড়ি সাংস্কৃতিক ছুঁয়ে থাকবে এই অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল মেলায়। পাহাড়ের স্বাদের মজা নিয়ে এই তিনদিন ব্যাপী পাহাড়ের পরিবেশকে সমতলের মাটিতে উপভোগ করতে অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল মেলায় আসতেই হবে বলে জানান আয়োজকরা।