সপ্তাহান্তে হুড়মুড়িয়ে পারদ পতন

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই গতকাল মঙ্গলবার থেকেই অল্প পরিবর্তন দেখা গিয়েছিল বঙ্গ জুড়ে। আবহাওয়া দফতরের কথায় আর বাধা নেই পারদ পতনে। আজ বুধবার যার প্রভাব বোঝা গেলো সকাল থেকেই, এক ধাক্কায় পারদ পতন ৫ ডিগ্রি। সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন ছিল একাধিক জেলার আকাশ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ভোরের দিকে কলকাতা শহরে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে বাড়বে রোদের তাপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহান্তে নামবে তাপমাত্রা। একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে পারদ। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত থাকছেনা কোনও বৃষ্টির পূর্বাভাস। এখন থেকেই পুরোপুরি শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। পরবর্তী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে রাতের দিকে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পড়তে পারে জাঁকিয়ে শীত যা আগেও জানিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস, এবার সেখানেই নতুন পূর্বাভাস। আজ থেকেই বড় বদল হবে আবহাওয়ায় জানিয়েছে আলিপুর হওয়া অফিস। বুধবার থেকে বঙ্গ জুড়ে বাড়তে চলেছে শীত। বাংলার বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভবনা রয়েছে হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গের ক্ষেত্রেও শীত বাড়বে আজ।সম্ভাবনা থাকছে দার্জিলিঙে তুষারপাতের। চলতি সপ্তাহের শেষের দিকেই বঙ্গে শীত পড়বে জাঁকিয়ে।