রেললাইনের ধারে পড়ে মহিলার পচাগলা দেহ, খুন নাকি দুর্ঘটনা?

breakingnews অপরাধ কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল মঙ্গলবার ভর সন্ধ্যায় কলকাতায় মিলল অজ্ঞাতপরিচয় মহিলার পচাগলা দেহ! এদিন দক্ষিণ কলকাতার বেসব্রিজ থেকে মাঝেরহাট স্টেশনের মধ্যে রেললাইনের ধারে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। আজ বুধবার তার ময়নাতদন্ত করা হবে।

ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে না কী খুন করে দেহটি সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তারাতলা পুলিশ সূত্রে খবর, কয়েকজন স্থানীয় বাসিন্দা রেললাইনের ধার ধরে হাঁটার সময় হঠাৎই দেখতে পান, শাড়ি পরিহিত একটি পচাগলা দেহ পড়ে রয়েছে। মহিলার গলায় কাটার চিহ্ন রয়েছে। হাড় থেকে চামড়া খসে পড়ছে। দেখেই বোঝা যাচ্ছিল দেহটি বেশ কয়েকদিনের পুরনো। এর পরেই তারাতলা থানায় খবর যায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।

তবে মহিলার পরিচয় এখনও জানা যায়নি। ট্রেনের ধাক্কায় লাইন থেকে ৩০ ফুট দূরে তিনি ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন কি না, তাও জানা যায়নি। তাঁকে খুন করে দেহ ফেলে গিয়েছে কি না, সে বিষয়টিও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।