নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ইমনের পর অস্কারের তালিকায় আরেক বাঙালি বিক্রম ঘোষপ্রকাশ্যে অস্কারে সেরা ৮৯ গানের তালিকা। যেখানে অস্কারের নমিনেশন তালিকায় বাংলার মেয়ে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ তে বড় স্বীকৃতি পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। আর এরপর আরও এক বাংলার সঙ্গীত জগতের দিকপাল ব্যক্তিত্ব। তালবাদ্য শিল্পী বিক্রম ঘোষও আছেন এই তালিকায়।জানা গিয়েছে, আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। তাই এখন থেকে চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। ইমন চক্রবর্তী,গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায় ও তালবাদ্য শিল্পী বিক্রম ঘোষ সহ একাধিক জনের নাম আছে এই তালিকায়।গিরিশ মালিক পরিচালিত ‘ব্যান্ড অফ মহারাজাস’ ছবির গানের জন্য এই তালিকায় নাম নির্বাচিত হয়েছে বিক্রম ঘোষের।সংগীতশিল্পী বিক্রম ঘোষের কথা অনুযায়ী, তিনি চিরকাল তার সঙ্গীতকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছেন, সেটা কখনও আগমনীর গান দিয়ে আবার কখনও স্বাধীনতার গানের মাধ্যমে। তবে এই অস্কারের মনোনয়ন তালিকা চূড়ান্ত মনোনয়ন নয়, এর থেকে ফাইনাল চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি হবে।